পারফরম্যান্সের বিচারে বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারত। একাধিক তারকা খেলোয়াড়ও রয়েছেন দলটিতে। সেজন্য খুব স্বাভাবিকভাবেই যেকোনো দেশে খেলতে গেলেই ব্যাপক সমর্থন পান ভারতীয় ক্রিকেটাররা। তবে এর একমাত্র ব্যতিক্রম ঘটে বাংলাদেশের মাঠে।
শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের সাথে ফেসবুক লাইভে যুক্ত হয়ে এ আক্ষেপের কথা জানান রোহিত শর্মা।
ভারতীয় ওপেনারের ভাষ্য, বাংলাদেশে খেলতে আসলে কোনো সমর্থনই পায়না ভারত। বিশ্বের অন্যান্য দেশগুলোতে যেখানে অনেক সময় স্বাগতিক দর্শকের চেয়ে ভারতীয় দর্শক বেশি দেখা যায়, সেখানে বাংলাদেশের মাঠ সম্পূর্ণই বিপরীত।
তবে বাংলাদেশ ও ভারত উভয় দেশের ক্রিকেট সমর্থকদের প্রশংসা করে রোহিত বলেন, এই দুই দেশের দর্শকই অনেক বেশি নিবেদিতপ্রাণ এবং একইসাথে আবেগপ্রবণ। নিজ নিজ দেশের মাঠে খেলার সময় বাংলাদেশ ও ভারত যে ধরণের সমর্থন পায় তা অতুলনীয়।